ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নওগাঁয় ককটেল ও অস্ত্রসহ জামায়াতের ৩ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
নওগাঁয় ককটেল ও অস্ত্রসহ জামায়াতের ৩ কর্মী আটক

নওগাঁ: নওগাঁর রানীনগর উপজেলায় ককটেল ও অস্ত্রসহ জামায়াতের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে তাদের আটক করা হয়।

আটক জামায়াত কর্মীরা হলেন-উপজেলার পারইল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল মতিন, জেলার মান্দা উপজেলার দুবইল শিলগ্রামের বেলাল হোসেন ও আত্রাই উপজেলার বান্দাইখাড়ার সাইদুর রহমান।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, জামায়াতের কয়েকজন নেতাকর্মী পারইল গ্রামে গোপনে মিটিং করছেন, এমন সংবাদ পেয়ে সকালে সেখানে অভিযান চাল‍ানো হয়।

এসময় মতিনকে তার বাড়ির পাশের একটি স্থান থেকে দু'টি ককটেল ও দু'টি রামদাসহ আটক করা হয়। এসময় অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

অপরদিকে, নাশকতার আশঙ্কায় দুবইল শিলগ্রাম থেকে বেলাল ও বান্দাইখাড়া থেকে সাইদুরকে আটক করা হয়।    

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।