ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

রাজনীতি

খন্দকার সাইদুল ইসলামের মৃত্যুতে ফখরুলের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৩, মার্চ ৪, ২০১৭
খন্দকার সাইদুল ইসলামের মৃত্যুতে ফখরুলের শোক

ঢাকা: ডেইলি সান পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আল আমিন’র পিতা খন্দকার সাইদুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‍শনিবার (০৪ মার্চ) বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানোর এক বিজ্ঞপ্তিতে তিনি এ শোক প্রকাশ করেন।


শনিবার দুপুরে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন খন্দকার সাইদুল ইসলাম।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর।


শোকবার্তায় ফখরুল বলেন, “মরহুম সাইদুল ইসলাম একজন পরহেজগার হিসেবে নিজ এলাকায় সকলের নিকট অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন। এলাকাবাসীর ন্যায় আমিও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। মহান রাব্বুল আলামীন এর দরবারে দোয়া করি-তিনি যেন সাইদুল ইসলামকে বেহেস্ত নসীব করেন। ”


বিএনপি মহাসচিব তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

অপর এক শোকবার্তায় খন্দকার সাইদুল ইসলামের মৃত্যুতে শোক প্রক‍াশ করেছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু।


বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।