রোববার (০৫ মার্চ) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিষেধাজ্ঞার বিষয়টি জানায়।
যাতে বলা হয়, আনসার আল ইসলাম সংগঠনের কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বিবেচিত হওয়ায় বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক অধিশাখা-২-এর উপ-সচিব মো. নায়েব আলী স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ‘সরকারের কাছে এ মর্মে প্রতীয়মান হয় যে, আনসার-আল-ইসলাম নামক জঙ্গিদল বা সংগঠনটির ঘোষিত কার্যক্রম দেশের শান্তি-শৃঙ্খলা পরিপন্থি। ইতোমধ্যে দল বা সংগঠনটির কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো। ’
গত বছর জঙ্গি হামলা ও একাধিক লেখক-ব্লগার হত্যার অভিযোগ ওঠে ‘আনসার-আল-ইসলাম’র বিরুদ্ধে। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দার ভাবাদর্শ এবং ওই সংগঠনের বাংলাদেশ শাখা বলে আনসার আল ইসলাম দাবি করে।
২০১৬ সালের শেষের দিকে ‘আনসার আল ইসলাম’কে নিষিদ্ধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আনসারুল্লাহ বাংলা টিম নিষিদ্ধ হওয়ার পর এর সদস্যরা আনসার আল ইসলাম নামে তৎপরতা চালিয়ে আসছে বলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান।
জঙ্গি কার্যক্রমে জড়িত থাকায় এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৩ সালের ৯ ফেব্রুয়ারি শাহাদত-ই-আল হিকমা, ২০০৫ সালের সেপ্টেম্বরে হরকাতুল জিহাদ বাংলাদেশ, ২০০৫ সালের ১৭ অক্টোবর জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি) ও জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), ২০০৯ সালের ২২ অক্টোবর হিযবুত তাহরীর এবং ২০১৫ সালের ২৫ মে আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করে।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭/আপডেট ১৮৩৬ ঘণ্টা
আরএম/বিএস/আইএ