ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কুষ্টিয়ায় র‌্যাবের কাছে হুজি সদস্যের আত্মসর্মপণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
কুষ্টিয়ায় র‌্যাবের কাছে হুজি সদস্যের আত্মসর্মপণ মিয়া মোর্শেদ শরীফ হাসান কল্লোল হরকাতুল জিহাদের সদস্য

কুষ্টিয়া: কুষ্টিয়ায় মিয়া মোর্শেদ শরীফ হাসান কল্লোল নামে হরকাতুল জিহাদের (হুজি) এক সদস্য র‌্যাবের কাছে আত্মসর্মপণ করেছেন। রোববার (৫ মার্চ) দুপুরে কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

মিয়া মোর্শেদ শরীফ হাসান কল্লোল জেলার কুমারখালী উপজেলার দমদমা গ্রামের শফিউদ্দিন মিয়ার ছেলে।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি শাহাবুদ্দিন খান জানান, কল্লোল ২০১৫ সালে নিষিদ্ধ ঘোষিত

জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদে যোগ দেন।

তিনি হরকাতুল জিহাদকে আরও সংগঠিত করার জন্য মানুষকে দাওয়াত দিতেন।

এছাড়া তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক জঙ্গিদের পরিবারের সদস্যদের সহায়তা করতে নিজ জমিতে একটি খামার গড়ে তোলার পরিকল্পনা করেছিলেন।

র‌্যাব আরো জানায়, দেশে জঙ্গি দমনে র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ০৫ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।