ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ত্রাণ দেয়ার নামে মহাসড়কে জনদুর্ভোগ সৃষ্টি করবেন না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৬, অক্টোবর ২৬, ২০১৭
ত্রাণ দেয়ার নামে মহাসড়কে জনদুর্ভোগ সৃষ্টি করবেন না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গাদের ত্রাণ দেয়ার নামে ঢাকা থেকে সড়ক পথে কক্সবাজার যাতায়াত করে মহাসড়কে জনদুর্ভোগ সৃষ্টি করবেন না।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষা মন্ত্রণালয়ের সেকায়েপ প্রকল্পের উদ্যোগে ১৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের চারটি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ ও উন্নয়মূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসময় সেতুমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে তারা সংলাপ শেষে খুশি খুশি ভাব নিয়ে সাংবাদিকদের কাছে আশাবাদ ব্যক্ত করেছিলেন।

কিন্তু ১০ দিন যেতে না যেতেই ১৫ অক্টোবর থেকে বিএনপি হতাশায় ডুবে গেছে। তারা এখন বলছেন, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ লোক দেখানো।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে থাকা অবস্থায় রোহিঙ্গাদের কথা ভুলে গেছেন। তার দল মাঝে মধ্যে ফটোসেশন করার জন্য ত্রাণ দিয়েছে। এখন খালেদা জিয়া দেশে এসে সড়ক পথে রোহিঙ্গাদের জন্য ত্রাণ দিতে যাবেন। সড়ক পথে তাদের যাওয়া-আসার মধ্যে রাজনীতির উদ্ভট গন্ধ পাওয়া যাচ্ছে।

অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মাহবুবুল আলম তালুকদার, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাজমুল হক নাজিম প্রমুখ।

অনুষ্ঠান শেষে সেতুমন্ত্রী সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহ্যান্সমেন্ট প্রজেক্টের আয়োজনে কোম্পানীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
 
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।