ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সেনাবাহিনী ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: আমির খসরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১০, অক্টোবর ২৭, ২০১৭
সেনাবাহিনী ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: আমির খসরু বক্তব্য রাখছেন আমির খসরু মাহমুদ চৌধুরী

ঢাকা: আগামী সংসদ নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, সেনাবাহিনী মোতায়েন করতে হবে। প্রতিরক্ষা বাহিনী ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

শুক্রবার (২৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত আগামী সংসদ নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণে সেনা মোতায়েনের প্রয়োজনীয়তা ও নাগরিক প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ কেন সেনাবাহিনী মোতায়েনের বিরুদ্ধে আমরা বুঝতে পারছি। তারা আশঙ্কা করছে সেনাবাহিনী থাকলে কেন্দ্র দখল করা যাবে না, আগের রাতে ভোটের বাক্স ভরা যাবে না। একটা সুষ্ঠু নির্বাচন প্রতিফলিত হবে।

সেনাবাহিনীকে ম্যাজেস্ট্রেসি ক্ষমতা দেয়া হলে ‘মার্শাল ল’ আসবে যারা বলে তাদের জ্ঞান পাপী হিসেবে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ম্যাজেস্ট্রেসি ক্ষমতা মানে বিচারিক ক্ষমতা দেয়া নয়। পুলিশেরও ম্যাজেস্ট্রেসি ক্ষমতা রয়েছে। পুলিশ কি বিচার করে? করে না। সেই রকম সেনাবাহিনীকেও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে যাতে তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে, জনগণকে রক্ষা করতে পারে।

নির্বাচনের আগে বর্তমান সংসদ ভেঙ্গে দেয়ার পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার দাবিও জানান তিনি।

আয়োজক সংগঠনের উপদেষ্টা রেজাবুদ্দৌলাহ চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এমইউএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।