ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩২, অক্টোবর ২৭, ২০১৭
ময়মনসিংহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ময়মনসিংহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের হরিকিশোর রায় রোডে দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। 

এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক খন্দকার মাসুদ। আর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

এ সময় তিনি তারাকান্দা ও ফুলপুরের উপজেলা পরিষদ চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

অবিলম্বে তাদের বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবি জানান বিএনপি নেতা ওয়াহাব।

অন্যদের মধ্যে আলোচনা সভায়
দক্ষিণ জেলা বিএনপি নেতা শাহ শিব্বির আহম্মেদ বুলু, কাজী রানা প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শহরে একটি শোভাযাত্রা বের করে যুবদল।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।