ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

মৌলভীবাজারে জেলা আ’লীগের সম্মেলন শনিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫১, অক্টোবর ২৭, ২০১৭
মৌলভীবাজারে জেলা আ’লীগের সম্মেলন শনিবার সজ্জিত হয়ে উঠছে আওয়ামী লীগের সম্মেলনস্থল, ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: রাত পোহালেই মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের বহুপ্রতীক্ষিত ত্রি-বার্ষিক সম্মেলন। এ সম্মেলন কেন্দ্র করে শহরে বিরাজ করছে উৎসবের আমেজ। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে শহর। প্রধান প্রধান সড়কে সম্মেলন স্বাগত জানিয়ে জাতীয় ও স্থানীয় নেতাদের পক্ষে বিলবোর্ড টাঙানো।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে সম্মেলনের ভেন্যু মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি আনন্দ মিছিল হয়েছে।  

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সম্মেলনস্থলে এসে শেষ হয়।

সব বিভাজন ভুলে জেলা আওয়ামী লীগের মিছিলে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের খোশ মেজাজে দেখা গেছে। আনন্দ মিছিলে যোগ দিতে বিকেল থেকেই নেতাকর্মীরা শহীদ মিনার প্রাঙ্গণে আসা শুরু করেন।  

শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকেই জেলা আওয়ামী লীগের সম্মেলনকে স্বাগত জানিয়ে শীর্ষ নেতাদের পক্ষে শহরের প্রতিটি প্রবেশমুখে ব্যানার-ফেস্টুন ও নান্দনিক ডিজাইনের তোরণ নির্মাণ করে স্বাগত জানাচ্ছেন সম্মেলনে আগতদের। পুরো শহরই ছেয়ে গেছে ব্যানার ও ফেস্টুনে।  

দীর্ঘ একযুগ পরে অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন। সম্মেলন সফল করতে গত কয়েকদিন যাবত একাধিক বৈঠক করেন জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।  

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭ 
বিবিবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।