ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

এনডিপি চেয়ারম্যানের শয্যাপাশে কাদের-জেবেল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৫, অক্টোবর ২৮, ২০১৯
এনডিপি চেয়ারম্যানের শয্যাপাশে কাদের-জেবেল এনডিপি চেয়ারম্যানের শয্যাপাশে কাদের-জেবেল

ঢাকা: গুরুতর অসুস্থ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজাকে দেখতে হাসপাতালে যান জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলের উপনেতা জিএম কাদের এবং বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

সোমবার (২৭ অক্টোবর) সকালে অসুস্থ এনডিপি চেয়ারম্যানকে দেখতে ও তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হলি ফ্যামেলি হাসপাতালে যান তারা।  

এসময় উপস্থিত ছিলেন এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা ও ভাইস চেয়ারম্যান রাজু আহমেদ।



বেশ কয়েকদিন যাবত এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা অসুস্থ হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসাধীন ছিলেন। গত শনিবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে তিনি অধ্যাপক ডা. বোরহান উদ্দিন খানের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।