ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় প্রান্তিক কৃষকের ধান কেটে দিলো কৃষক লীগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, মে ৮, ২০২০
বগুড়ায় প্রান্তিক কৃষকের ধান কেটে দিলো কৃষক লীগ বগুড়ায় প্রান্তিক কৃষকের বোরো ধান কেটে দিলেন বগুড়া জেলা কৃষক লীগের নেতারা।

বগুড়া: দেশে করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বগুড়ায় প্রান্তিক কৃষকের বোরো ধান কেটে দিলেন বগুড়া জেলা কৃষক লীগের নেতারা।

শুক্রবার (৮ মে) দুপুর ১২টায় বগুড়া জেলা কৃষক লীগের উদ্যোগে সদর উপজেলার আকাশতারা মন্ডলপাড়ার প্রান্তিক কৃষক আলমগীর হোসেন এর দুই বিঘা জমির ধান কেটে তার ঘরে তুলে দেন বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি মো. আলমগীর বাদশা।

বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি মো. আলমগীর বাদশা বাংলানিউজকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের ক্রান্তিলগ্নে কৃষকের পাশে থাকবে কৃষক লীগের সব নেতাকর্মী।

শেখ হাসিনার সরকার বরাবরের মতোই কৃষকের পাশে দাঁড়িয়েছে। আমরা চলতি বোরো মৌসুমে কৃষকের পাশে থেকে বগুড়ার প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে এ কর্মসূচি যথাযথভাবে পালন করে যাচ্ছি। ’

তিনি বলেন, ‘বাংলাদেশ কৃষিবান্ধব দেশ। তাই কৃষক বাঁচলে দেশ বাঁচবে। করোনা ভাইরাসে কারণে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, যুবলীগ স্বেচ্ছাশ্রম দিয়ে কৃষককে সহায়তা করছে এবং করে যাবে। শুধু তাই নয় এ সংকটময় মুহূর্তে বগুড়াসহ দেশের প্রতিটি জেলায় সরকার কৃষকের পাশে থাকবে এবং সব ধরনের সহযোগিতা করে যাবে। ’

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল রহমান, শাহিন কাদির জোয়ারদার, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মানিক, কৃষি ঋণ বিষয়ক সম্পাদক বকুল আহম্মেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম টুটুল, ত্রাল ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বকুল মিয়া, সদস্য খালেকুজ্জামান, আমিনুল হক, শহর কৃষকলীগের আহব্বায়ক মাসুদ রানা সরকার, যুগ্ম আহব্বায়ক সুজাউদ্দৌলা সুজা, নবির উদ্দিন, জাহাঙ্গীর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মে ০৮, ২০২০
কেইউএ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।