ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

গোপালগঞ্জের ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৯, মে ১১, ২০২০
গোপালগঞ্জের ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি

গোপালগঞ্জ: সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গোপালগঞ্জ সদর উপজেলা শাখার আওতাধীন উলপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আজিম মোল্লাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল সিকদার ও সাধারণ সম্পাদক মোল্লা রনি হোসেন কালুর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

সোমবার (১১ মে) এক জরুরি সভা করে উলপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আজিম মোল্লাকে অব্যাহতি দেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত আজিম মোল্লাকে উলপুর ইউনিয়ন ছাত্রলীগের ইউনিট থেকে অব্যাহতি দেওয়া হলো। একইসঙ্গে তার প্রাথমিক সদস্য পদও বাতিল এবং সব রকম কার্যক্রম থেকে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, মে ১১, ২০২০
আরএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।