ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ছাত্রদল নেতা রিপনের সন্ধান দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৬, মে ১৩, ২০২০
ছাত্রদল নেতা রিপনের সন্ধান দাবি

ঢাকা: লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিপনকে মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে এগারোটার সময় র‌্যাব তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আমরা অবিলম্বে ছাত্রদল নেতা রিপনের সন্ধান দাবি করছি। কেন না তার পরিবারসহ অনেকেই তার সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন।

অবশ্য অতীতে এভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে আমাদের দলের বহু নেতাকর্মীকে গুম ও হত্যা করা হয়েছে। হয়তো ভিন্ন উদ্দেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রিপনকে গ্রেফতারের বিষয়টি প্রকাশ করছে না। আমরা অবিলম্বে রিপনকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার এবং জনসমক্ষে প্রকাশের দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মে ১৩, ২০২০
এমএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।