ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

রাজনীতি

জেপির প্রেসিডিয়াম সদস্য চন্দন আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৯, মার্চ ১১, ২০২১
জেপির প্রেসিডিয়াম সদস্য চন্দন আর নেই

খুলনা: জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য ও খুলনা নাগরিক ফোরামের চেয়ারপারসন শরীফ শফিকুল হামিদ চন্দন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে মহানগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাস খানেক আগে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবার সকালে শ্বাস কষ্টজনিত কারণে তাকে নগরীর গাজী মেডিক্যার কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গাজী মেডিক্যার কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজানুর রহমান বলেন, শ্বাস কষ্টজনিত কারণেই চন্দনের মৃত্যু হয়েছে। শুনছি, তার করোনা ছিল।

১৯৭৩ সালে সরকারি বিএল কলেজের ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়ে ছিলেন শরীফ শফিকুল হামিদ চন্দন। তিনি খুলনার দৌলতপুরের পাবলা এলাকার শিক্ষক আবুল কাশেমের ছেলে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।