ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

রাজনীতি

ফিরোজ রশীদকে মুক্তিযোদ্ধা সম্মাননা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৯, মার্চ ১, ২০২২
ফিরোজ রশীদকে মুক্তিযোদ্ধা সম্মাননা

ঢাকা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদের মুক্তিযোদ্ধা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ রশীদকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা সম্মাননা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ মার্চ) স্বাধীনতার মাস মার্চের প্রথম দিন দুপুরে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি শহিদুল ইসলাম কবির মুফতী রেজাউল করীমের পক্ষ থেকে কাজী ফিরোজ রশীদের ব্যক্তিগত কার্যালয়ে উপস্থিত হয়ে এ সম্মাননা তুলে দেন।

 

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুনীল শুভ রায় এ সময় উপস্থিত ছিলেন।  

কাজী ফিরোজ রশীদ এমপি সম্মাননা প্রদান করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ০১, ২০২২
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।