ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ছাত্র সমাজের সম্মেলনের মনোনয়ন ফরম বিতরণ ২০ নভেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
ছাত্র সমাজের সম্মেলনের মনোনয়ন ফরম বিতরণ ২০ নভেম্বর জাতীয় পার্টি

ঢাকা: আগামী ২৯ নভেম্বর জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলন উপলক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থিতার মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে আগামী ২০ নভেম্বর থেকে।

আর জমা চলবে ২২ নভেম্বর পর্যন্ত।

শুক্রবার (১৮ নভেম্বর) জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

রাজধানীর কাকরাইল কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম নেওয়া যাবে। বিকেল ৪টা পর্যন্ত চলবে ফরম বিতরণ ও জমা দেওয়ার কার্যক্রম।

২৩ শে নভেম্বর মনোনয়ন ফরম যাচাই-বাছাই শেষে ২৪ নভেম্বর বৈধ প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

মনোনয়ন ফরম বিতরণ ও জমা গ্রহণ করবেন জাতীয় পার্টির ছাত্র বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন ও যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক ফয়সাল দিদার দিপু।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
টিএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।