সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার কুমিরা বাসস্ট্যান্ডের অদূরে কদমতলা মোড়ে বাসের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্বামী ও তাদের মেয়ে।
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- রীতা সাধু (৩০) ও ছেলে সৌরভ সাধু (৫)। রীতা খুলনা জেলার কপিলমুনি এলাকার অপূর্ব সাধুর স্ত্রী।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুদ্দীন জানান, অপূর্ব সাধু মোটরসাইকেলে তার স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পথে কদমতলা মোড়ে এলে পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি বাস (ইমাদ পরিবহন) মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রীতা ও সৌরভে নিহত হন এবং আহত হন স্বামী অপূর্ব সাধু ও তাদের মেয়ে। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
এসআরএস