ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

সারাদেশ

সিলেটে পরিবহন শ্রমিক নেতা গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৬, এপ্রিল ২৯, ২০২৫
সিলেটে পরিবহন শ্রমিক নেতা গ্রেপ্তার জাকারিয়া আহমদ

সিলেট: সিলেট সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও জেলা সভাপতি ও মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) রাত ১১টার দিকে নগরের চৌকিদেখী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, গ্রেপ্তার জাকারিয়ার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা চারটি মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে জাকারিয়ার গ্রেপ্তারের খবর শুনে তাকে ছাড়িয়ে নিতে কোতোয়ালি মডেল থানায় গিয়ে জড়ো হন সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতারা ও সাধারণ শ্রমিকরা।

৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের অনেকে দেশ ছাড়েন। দেশে থাকা নেতাকর্মীরাও আত্মগোপনে থাকলেও মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ প্রকাশ্যে বীরদর্পে চলাফেরা করেছেন। শ্রমিক ইউনিয়নকে ঢাল হিসেবে ব্যবহার করেই এতদিন প্রকাশ্যে ঘোরাফেরা করেছেন বলেও অভিযোগ রয়েছে।

এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।