ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

সারাদেশ

দামুড়হুদায় কৃষকের প্রণোদনার সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৯, মে ৩, ২০২৫
দামুড়হুদায় কৃষকের প্রণোদনার সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

চুয়াডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি বাজারে কৃষকদের জন্য সরকারি প্রণোদনায় বরাদ্দকৃত সার অবৈধভাবে গুদামজাত করার দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২ মে) সন্ধ্যায় পরিচালিত অভিযানে মোশারফ হোসেন নামের ওই ব্যবসায়ীর গোডাউন থেকে ১৪ বস্তা সার জব্দ করা হয়।

জানা গেছে, সরকারি সার মজুদের অভিযোগে জেলা গোয়েন্দা (ডিবি) শাখা ও দর্শনা থানা পুলিশের একটি যৌথ দল প্রথমে গোডাউনে অভিযান চালায়। পরে অভিযানে যোগ দেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে. এইচ. তাসফিকুর রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার।

অভিযানকালে মোশারফ হোসেনের গুদাম থেকে ৭ বস্তা ডিএপি সার ও ৭ বস্তা পটাশ সার জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, সারগুলো কৃষকদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত প্রণোদনার অংশ ছিল।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর ১২(১) ধারা অনুযায়ী মোশারফ হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে. এইচ. তাসফিকুর রহমান জানান, জব্দকৃত সার প্রকৃতপক্ষে যেসব কৃষকদের জন্য বরাদ্দ ছিল, তাদের তালিকা যাচাই করে ৩৫ জন কৃষকের হাতে সেগুলো বুঝিয়ে দেওয়া হবে।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।