বান্দরবান: ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার ঘোষিত সময় অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।
তিনি বলেছেন, যে যা-ই বলুক, সরকার নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।
শনিবার (৫ জুলাই) সকালে বান্দরবানের মেঘলা পর্যটন কমপ্লেক্স এলাকায় জেলা মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর উন্মোচন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ধর্ম উপদেষ্টা এ কথা বলেন।
আ ফ ম খালিদ হোসেন বলেন, ইসলামিক সমাজের উন্নয়ন, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে মসজিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার প্রান্তিক জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থার উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, সরকার ১৬ কোটি টাকা ব্যয়ে বান্দরবান জেলা মডেল মসজিদ নির্মাণ করেছে। এখন মসজিদটিকে সচল রাখার দায়িত্ব এলাকাবাসীর।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, মসজিদভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। সবাইকে নিয়মিত মসজিদমুখী হতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে হবে। কারণ নামাজ মানুষকে সব ধরনের খারাপ কাজ থেকে বিরত রাখে, নৈতিকতাবোধ জাগ্রত করে এবং মূল্যবোধ সমুন্নত রাখে।
বান্দরবান জেলা প্রশাসক (ডিসি) শামীম আরা রিনির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান, প্রকল্প পরিচালক শহিদুল আলম, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এবং পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার প্রমুখ।
এসআরএস