ঢাকা, রবিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

সারাদেশ

সাতক্ষীরায় ট্রাক ভর্তি অপরিপক্ব আম জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, মে ৩, ২০২৫
সাতক্ষীরায় ট্রাক ভর্তি অপরিপক্ব আম জব্দ জব্দ করা অপরিপক্ব আম

সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকিয়ে বাজারজাত করার চেষ্টাকালে ট্রাকভর্তি অপরিপক্ব গোবিন্দভোগ আম জব্দ করে বিনষ্ট করা হয়েছে।

শনিবার (৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা বাইপাস সড়ক থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ট্রাকটি আটক করে প্রশাসনকে খবর দেয়।

ট্রাকটিতে ৪০০ ক্যারেট অপরিপক্ব গোবিন্দভোগ আম ছিল।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমাদ জানান, সাতক্ষীরায় গোবিন্দভোগ আম বাজারজাতকরণের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে। কিন্তু তার আগেই কিছু অসাধু ব্যবসায়ী অপরিপক্ব আম বাজারজাতের চেষ্টা করছিলেন। ছাত্রদের সহায়তায় আমগুলো জব্দ করে ধ্বংস করা হয়েছে।

এসময় সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসাইন ও সাতক্ষীরা বড়বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।