ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

সারাদেশ

হাসনাতের ওপর হামলার প্রতিবাদে না.গঞ্জে এনসিপির মশাল মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০২, মে ৫, ২০২৫
হাসনাতের ওপর হামলার প্রতিবাদে না.গঞ্জে এনসিপির মশাল মিছিল মশাল মিছিল।

নারায়ণগঞ্জ: গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির নেতাকর্মীরা।

শনিবার (৫ এপ্রিল) রাতে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে আওয়ামী লীগ নিষিদ্ধসহ হামলার সঙ্গে সংশ্লিষ্টদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান এনসিপির নেতারা।

এনসিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আহমেদুর রহমান তনুর নেতৃত্বে নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।

এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।