ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

সারাদেশ

প্রাথমিক শিক্ষা উপেক্ষিত হলে অদক্ষ প্রজন্ম তৈরি হবে: উপদেষ্টা বিধান রঞ্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৮, মে ৪, ২০২৫
প্রাথমিক শিক্ষা উপেক্ষিত হলে অদক্ষ প্রজন্ম তৈরি হবে: উপদেষ্টা বিধান রঞ্জন মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

লক্ষ্মীপুর: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষা ভালোভাবে সম্পন্ন না হলে ভবিষ্যৎ প্রজন্ম অদক্ষ হয়ে উঠবে। তারা সমাজে কোনো অবদান রাখতে পারবে না, বরং জঞ্জাল বাড়াবে।

তাই প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

রোববার (৪ মে) সকাল ১১টায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে জেলা প্রশাসন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিক শিক্ষা উন্নয়নে যেখানে যার দায়িত্ব রয়েছে, সেখানে প্রত্যেককে তা যথাযথভাবে পালন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিশুদের পড়ালেখা যাচাই করতে হবে। যদি কোনো বিদ্যালয়ের পারফরম্যান্স খারাপ হয়, তাহলে শিক্ষক ও সহকারী শিক্ষা কর্মকর্তার কাছ থেকে লিখিতভাবে কারণ জানতে হবে। প্রয়োজনে শাস্তির ব্যবস্থা নিতে হবে।

সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পুলিশ সুপার (এসপি) মো. আকতার হোসেন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা, রায়পুর ইউএনও ইমরান খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

মতবিনিময় সভা শেষে অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার ‘কাকলী শিশু অঙ্গন’ পরিদর্শন করেন এবং সেখানে ‘শিশু কানন’ উদ্বোধন করেন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।