চাঁদপুরের শাহরাস্তিতে স্বর্ণের অলংকার তৈরির কারখানায় চুরির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১৪ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে, গত ২ মে মধ্যরাতে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর বাজারে মক্কা জুয়েলার্সের অলংকার তৈরির কারখানার টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে কারখানার ড্রয়ারে রক্ষিত ২৫ ভরি ১২ আনা স্বর্ণ ও নগদ ৭৫ হাজার টাকা চুরি হয়।
এ ঘটনায় পরদিন সকালে পুলিশ অভিযান চালিয়ে ১ ভরি ৩ আনা স্বর্ণসহ ওই গ্রামের স্বর্ণকার পাড়ার হানিফের ছেলে মেহেরাজকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা থেকে ওই দিন বিকেলে ১৩ ভরি ৪ আনা স্বর্ণসহ পার্শ্ববর্তী পরানপুর গ্রামের মুন্সি বাড়ির মৃত ছাফর আলীর ছেলে মো. সালাউদ্দিনকে (২৮) গ্রেপ্তার করা হয়।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, অভিযোগের ভিত্তিতে মেহেরাজ নামে এক যুবককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি এ ঘটনায় তিনজন জড়িত থাকার কথা স্বীকার করে জানান- তার দুই সহযোগী স্বর্ণ নিয়ে ঢাকায় চলে গেছেন। পরে ডিএমপির মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে অপর আসামি সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৪ ভরি ৭ আনা স্বর্ণ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) খায়রুল কবির বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে শাহরাস্তি থেকে মেহরাজ নামে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ঢাকার মোহাম্মদপুর থেকে আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়।
আরএ