গাজীপুর: গাজীপুরের টঙ্গীর মেঘনার মাঠ এলাকায় মাদকের আখড়া ও অসামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত শতাধিক বস্তি ঘর উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (৭ মে) গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
এ অভিযানের নেতৃত্ব দেন টঙ্গী অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) সুদীপ বসাক, টঙ্গী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আশরাফ হোসেনসহ প্রমুখ।
দীর্ঘদিন ধরে মেঘনার মাঠ এলাকাটি মাদকের আখড়া ও অসামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত ছিল। এখানে অবৈধভাবে গড়ে উঠেছিল শতাধিক বস্তি ঘর। পরে গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে প্রায় ১২০ কোটি টাকা মূল্যের ২৪২ শতাংশ জমি উদ্ধার হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, উদ্ধারকৃত জমিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খেলার মাঠ করা হবে। আমাদের লক্ষ্য শিশুরা মাদক ও অপরাধমুক্ত পরিবেশে বড় হোক।
আরএস/আরআইএস