গাজীপুর: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। শুক্রবার (৯ মে) দুপুর ২টার দিকে তাকে কারাগারে নেওয়া হয়।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার জানান, দুপুর ২টার দিকে সেলিনা হায়াৎ আইভীকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। কঠোর নিরাপত্তায় তাকে এ কারাগারে পাঠানো হয়।
এর আগে শুক্রবার (৯ মে) ভোর ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় চুনকা কুটির থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
আরএস/আরবি