ঢাকা, শুক্রবার, ২৪ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

‘যেখানে বিএনপির মাঠ ভালো সেখানে বিষোদাগার করা হচ্ছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩১, অক্টোবর ৯, ২০২৫
‘যেখানে বিএনপির মাঠ ভালো সেখানে বিষোদাগার করা হচ্ছে’ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়

চুয়াডাঙ্গা: বিএনপির বিরুদ্ধে প্রবাসী সাংবাদিক ইউটিউবার ইলিয়াসের পরিকল্পিত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি।  

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘চাঁদাবাজ সাংবাদিক ইলিয়াস হুসাইন পরিকল্পিতভাবে স্বাধীনতা বিরোধী একটি দলের এজেন্ডা বাস্তবায়নে নেমেছে। এর সাথে আমাদের দলেরই একজন নব্য মনোনয়ন প্রতাশ্যী ও তার চাচা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তারা বিশেষ দল ও গোষ্ঠীকে সুবিধা দেওয়া-নেওয়ার পায়তারা করছেন। ’

তিনি আরো বলেন, ‘দেশজুড়ে যেখানেই বিএনপির মাঠ ভালো, যেখানেই বিএনপির জেতার সম্ভাবনা রয়েছে সেখানেই একটি দল বিষোদাগার করার চেষ্টা করছেন। মিথ্যাচার ও ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।  

শরীফুজ্জামান শরীফ গণতান্ত্রিক পদ্ধতিতে দলের কাউন্সিলরদের ভোটে নির্বাচিত চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক। বিএনপির এই নেতা ও তার ভাই সাহিদুজ্জামান টরিকের বিরুদ্ধে অপপ্রচার করা করা হচ্ছে। ’

ইলিয়াস হোসাইনের ইউটিউবে প্রকাশিত একটি ভিডিও’র সমালোচনা করে সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করা হয়, ইলিয়াস হোসাইন কাট-ছাট করে ভিডিও বানিয়ে তা প্রকাশ করেছেন। পুরো ঘটনাটি কৌশলগতভাবে সাজানো হয়েছে, যাতে মানুষ বিভ্রান্ত হয় এবং টাকার লেনদেন করতে প্ররোচিত হয়। ’

এ প্রসঙ্গে দাবি করা হয়, ‘ভিডিওর একটি জায়গাতেও চাঁদাবাজির প্রমাণ দিতে পারেনি তিনি। ওই ভিডিওতে বিএনপি নেতাদের বিরুদ্ধে যে বিষোদাগার করা হয়েছে তা শুধু ইলিয়াসের প্রপাগান্ডা। ’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা মহিলা দলের সভাপতি রউফুন নাহার রিনা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।

গত ৬ অক্টোবর ইলিয়াস হোসাইনের ইউটিউব চ্যানেলে ‘দুই ভাই মিলে বাংলা সিনেমার স্টাইলে চাঁদাবাজি করছে’ শিরোনামে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও তার অনুসারীদের নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।