ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

সারাদেশ

আ. লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটেও আন্দোলন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৮, মে ৯, ২০২৫
আ. লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটেও আন্দোলন

সিলেট: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকার সঙ্গে তাল মিলিয়ে সিলেটও আন্দোলন করছে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

শুক্রবার (৯ মে) বিকেল ৩টায় সিলেট জেলা প্রশাসনের প্রধান ফটকের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় আন্দোলনকারী নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

নেতাকর্মীরা জানান, ছাত্র-জনতা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে। সেই কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে তারা সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। ঢাকার কর্মসূচির সঙ্গে সমন্বয় করে এ কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তারা।

এরআগে বৃহস্পতিবার মধ্যরাতে নগরীতে মিছিল বের করেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।