সিলেট: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকার সঙ্গে তাল মিলিয়ে সিলেটও আন্দোলন করছে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
শুক্রবার (৯ মে) বিকেল ৩টায় সিলেট জেলা প্রশাসনের প্রধান ফটকের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেন তারা।
নেতাকর্মীরা জানান, ছাত্র-জনতা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে। সেই কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে তারা সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। ঢাকার কর্মসূচির সঙ্গে সমন্বয় করে এ কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তারা।
এরআগে বৃহস্পতিবার মধ্যরাতে নগরীতে মিছিল বের করেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
এনইউ/জেএইচ