গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দেয়ালচাপায় রফিকুল ইসলাম (৫৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (১১ মে) দুপুরে পলাশবাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গৃধারীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ওই গ্রামের বাসিন্দা সিরাজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম ও আরও দুজন শ্রমিক স্থানীয় সাবেক কাউন্সিলর মঞ্জু তালুকদারের বাড়িতে পুরাতন দেয়াল ভেঙে নতুন দেয়াল নির্মাণের কাজ করছিলেন। কাজের এক পর্যায়ে হঠাৎ দেয়ালটি ধসে পড়ে এবং রফিকুল ইসলাম নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনা সম্পর্কে নির্মাণাধীন বাড়ির মালিক ও পৌরসভার সাবেক কাউন্সিলর মঞ্জু তালুকদার বলেন, রফিকুল দীর্ঘ ২০ বছর ধরে আমার বাড়িতে নির্মাণ কাজ করতেন। পুরাতন দেয়াল ভেঙে নতুন দেয়াল নির্মাণের কাজ চলছিল। প্রতিদিনের মতো সেদিনও তিনি কাজ করতে এসেছিলেন। এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এটি দুর্ঘটনা নাকি কারও গাফিলতির কারণে ঘটেছে—তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে প্রমাণ মিললে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসআরএস