ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

সারাদেশ

রংপুরে হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৮, মে ১৩, ২০২৫
রংপুরে হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

রংপুর: রংপুরের গঙ্গাচড়ায় ছালেহা বেগম নামের এক নারীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন এবং চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির নাম বুলবুল মিয়া। তিনি গঙ্গাচড়া উপজেলার মৌভাষা বামটারি চরের মৃত মোজাম্মেল ওরফে মোজাম শেখের ছেলে। তাকে যাবজ্জীবন দণ্ড ছাড়াও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মামলার অন্য চার আসামির মধ্যে মোজাম শেখের ছেলে নুরুল আমিনকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং নুর আলমের স্ত্রী আফরোজা বেগম, মোজা শেখের ছেলে লাল মিয়া ও নুর আলমকে ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মামলায় অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, বাদী মঞ্জুম আলীর পরিবারের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে আসামিদের বিরোধ চলছিল। ২০১৮ সালে ৯ মার্চ বাদীর বসতবাড়ির পশ্চিম পাশে থাকা টয়লেট থেকে বাদীর ছেলে সাজু মিয়া বের হয়ে এলে আসামিরা সাজু মিয়াকে পেটাতে শুরু করেন। এসময় মা ছালেহা বেগম ও তার আরেক ছেলে এগিয়ে গেলে আসামিরা তাদেরও মারপিট করেন এবং বুলবুল ধারালো দা’ দিয়ে ছালেহা বেগমের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন ছালেহা। এ অবস্থায় ছালেহা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে তিনি মারা যান। পরে ছালেহা বেগমের স্বামী মঞ্জুম আলী বাদী হয়ে গঙ্গাচড়া থানায় মামলা করেন। মামলায় ১৩ জন সাক্ষী দেন। সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন পিপি অ্যাডভোকেট আফতাব উদ্দিন এবং আসামি পক্ষে অ্যাডভোকেট আব্দুল হক প্রামাণিক মামলাটি পরিচালনা করেন।
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।