ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

সারাদেশ

সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজাসহ ৩ জনের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, মে ১৫, ২০২৫
সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজাসহ ৩ জনের মৃত্যু  প্রতীকী ছবি

গাইবান্ধার সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজাসহ তিনজনের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পশ্চিম কামালেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন— মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (২০), সাহেব আলীর ছেলে চাচা ইয়াকুব আলী (৫৫) ও প্রতিবেশী একরাম আলীর ছেলে মোশারফ হোসেন (২২)।  

স্থানীয় সূত্র জানায়, বিকেলে নিজ বসতবাড়ির টিনের চালা পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মিলন। তাকে উদ্ধার করতে গিয়ে চাচা ইয়াকুব আলী বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর প্রতিবেশী মোশারফ হোসেন সাহায্যের জন্য এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুতের সংযোগ লাইন লিকেজের কারণে পুরো টিনের চাল বিদ্যুতায়িত হয়ে থাকায় এ দুর্ঘটনা ঘটে।  

বিষয়টি টের পেয়ে দ্রুত বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেন পরিবারের সদস্যরা। স্থানীয়দের সহায়তায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মোশারফের বাবা একরাম আলী বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করেছেন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।