বগুড়া: শাজাহানপুরে গভীর রাতে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিল করার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (১৮ মে) দিবাগত রাত ১২টার পর উপজেলার খরনা এলাকায় এ মিছিল হয়।
গ্রেপ্তাররা হলেন—খরনা ইউনিয়ন যুবলীগের সদস্য মাসুদ রানা (৪৫), খরনা ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য ও মিছিলে স্লোগানদাতা সাদিক (২০) এবং খরনা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন (৪৬)।
শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ করীম বলেন, গ্রেপ্তাররা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরেও তারা রোববার দিবাগত মধ্যরাতে খরনা এলাকায় ঝটিকা মিছিল করেছে এবং এ সময় নাশকতারও চেষ্টা চালায়।
জিডি/জেএইচ