বরিশাল: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে বরিশালে মশাল মিছিল করেছে ছাত্রদল ব্রজমোহন কলেজ শাখা।
সোমবার (১৯ মে) রাত ৮টায় কলেজ ক্যাম্পাসে এ মশাল মিছিল বের করে ছাত্রদল।
ব্রজমোহন কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম বাবুর সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদস্য সচিব সজল তালুকদারসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, সাম্য হত্যাকাণ্ড পরিকল্পিত। আমরা চাই দ্রুত সাম্য হত্যাকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার কার্য সম্পন্ন করার। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অযোগ্য ভিসিকে পদত্যাগ করতে হবে। নতুবা পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এমএস/জেএইচ