লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে এক মানসিক ভারসাম্যহীন যুবককে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসীর প্রতিরোধে পিছু হটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
এসময় বিএসএফ ওই যুবককে সীমান্তের শূন্যরেখায় হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে বাংলাদেশিদের ৭টি গরু নিয়ে চলে যায়।
রোববার (২৬ মে) দুপুরে পাটগ্রাম ইউনিয়নের রহমানপুর গ্রামের ধবলসূতি বিওপির কাছে ৮১৮ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন এক যুবককে জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছিল বিএসএফ। বিষয়টি স্থানীয় গ্রামবাসীর নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান এবং বিএসএফের এই কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। পরে বিজিবি ও গ্রামবাসীরা লাঠি হাতে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুললে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। এ সময় তারা ওই মানসিক ভারসাম্যহীন যুবককে সীমান্তের শূন্যরেখায় হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়। এ ঘটনার কিছুক্ষণ পর বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে ঘাস খেতে বেঁধে রাখা ৭টি গরু ভারতের দিকে নিয়ে যায়।
এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে সীমান্তজুড়ে। পুশ ইন রোধে বিজিবির সঙ্গে লাঠি হাতে সীমান্তে অবস্থান করে এলাকাবাসী।
তিস্তা ২ ব্যাটালিয়নের বুড়িমারী বিজিবি ক্যাম্প কমান্ডার আবুল কাসেম বলেন, পুশ ইন রোধে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সঙ্গে রয়েছে এলাকাবাসী। তবে আতঙ্কিত না হতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
আরএ