ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

মেহেরপুরে স্ত্রী হত্যাকারীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৬, জুন ৩০, ২০২৫
মেহেরপুরে স্ত্রী হত্যাকারীর যাবজ্জীবন

মেহেরপুর: স্ত্রীকে হত্যার দায়ে মেহেরপুরে সেন্টু মিয়া নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩০ জুন) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাছিম রেজা এই দন্ডাদেশ দেন।

দন্ডিত সেন্টু মিয়া গাংনী উপজেলার আকুবপুর বাজারপাড়ার নুরুল ইসলামের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ৫ জুন তার স্ত্রী সাগরিকাকে হত্যা করে আত্মহত্যা করেছে বলে প্রচার চালান। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়।  

পরে ময়নাতদন্ত রিপোর্টে সাগরিকাকে হত্যা করা হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৮ সালের ১৭ জানুয়ারি বাংলাদেশ দন্ডবিধির ৩০২/২০১ ধারায় আদালতে চার্জশিট দাখিল করেন।  

মামলার ১৭ জন সাক্ষীর সাক্ষ্যে সেন্টু মিয়া দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক তাকে যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর কারাদন্ডাদেশ দেন।  

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।