ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

সারাদেশ

সাবেক এমপি দুর্জয় চারদিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০১, জুলাই ৩, ২০২৫
সাবেক এমপি দুর্জয় চারদিনের রিমান্ডে নাঈমুর রহমান দুর্জয়, ফাইল ফটো

মানিকগঞ্জ: মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি এ এম নাঈমুর রহমান দুর্জয়ের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে কড়া নিরাপত্তায় তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।

উভয় পক্ষের শুনানি শেষে চারদিনের রিমান্ড মঞ্জুর করের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী।  

রাষ্ট্রপক্ষে রিমান্ড শুনানি করেন নারী ও শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পিপি হুমায়ুন কবির। আসামিপক্ষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশাসহ বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী।  

মানিকগঞ্জের ঘিওর, দৌলতপুর এবং শিবালয় উপজেলা নিয়ে মানিকগঞ্জ-১ নির্বাচনী আসন গঠিত। ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে নৌকার টিকিটে এমপি হয়েছিলেন দুর্জয়।  

তার নামে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে।
 
গত ৫ আগস্টের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও অবশেষে বুধবার রাতে ঢাকার লালমাটিয়ায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন তিনি। জেলা পুলিশের গোয়েন্দা শাখা মানিকগঞ্জ সদর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করে।  

এছাড়া দৌলতপুর ও শিবালয় থানায় সাবেক এমপি দুর্জয়ের মামলা রয়েছে। পর্যায়ক্রমে মামলাগুলোর শুনানি হবে।

দুর্জয় বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। এছাড়া বিসিবির গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন তিনি।  

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।