ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

সারাদেশ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় ট্রাকচালক-হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৬, জুলাই ৪, ২০২৫
গোপালগঞ্জে বাসের ধাক্কায় ট্রাকচালক-হেলপার নিহত প্রতীকী ছবি

গোপালগঞ্জের সদর উপজেলার ডুমদিয়া এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি ট্রাকে পেছন থেকে বাসের ধাক্কায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন।  

শুক্রবার (৪ জুলাই) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকচালক আফরান ফকির (৩৫) ও হেলপার ইয়াসিন মোল্লা (১৮)। এদের মধ্যে আফরানের বাড়ি খুলনায় ও ইয়াসিনের বাড়ি গোপালগঞ্জ।  

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

কাশিয়ানী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রোমারন মোল্লা জানান, যশোরের কেশবপুর থেকে ড্রাগন ও পেয়ারা ভর্তি একটি ট্রাক পথে ডুমদিয়া এলাকায় পৌঁছালে তাদের ট্রাকসহ আরেকটি ট্রাক মহাসড়কে বিকল হয়ে পড়ে। তখন ট্রাক দুটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে মেরামতের চেষ্টা করছিলেন চালক ও হেলপার। এ সময় যাত্রীবাহী একটি বাস পেছন থেকে এসে ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আফরানের মৃত্যু হয়। আর গুরুতর আহতাবস্থায় হেলপার ইয়াসিন এবং অপর ট্রাকচালকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে ইয়াসিনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।  

আফরানের লাশ উদ্ধার করেছে পুলিশ। আহত অপর ট্রাকচালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।