ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

সারাদেশ

মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে পিটিয়ে বাবাকে হত্যা: ছেলে গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১১, জুলাই ৫, ২০২৫
মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে পিটিয়ে বাবাকে হত্যা: ছেলে গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে বাবা মাহবুব হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার মামলায় ঘাতক ছেলে ইয়াসিনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।  শনিবার (৫ জুলাই) রূপগঞ্জ থেকে ঘাতক ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে নিহতের স্ত্রী বাদী হয়ে স্বামী হত্যার বিচার চেয়ে মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ রূপগঞ্জ থেকে ইয়াসিনকে গ্রেপ্তার করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, আসামি ইয়াসিনের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। শুক্রবার (৪ জুলাই) সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।