রাজবাড়ীতে গ্রাহকদের বিদ্যুৎ বিলের কোটি টাকা আত্মসাৎ করে গা ঢাকা দেওয়া ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) অবৈধ মিটার রিডারম্যান রেজাউল ইসলাম ওরফে মোক্তার বিশ্বাসকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় রাজবাড়ী সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে গাজীপুরের শফিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোক্তার রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরনারায়ণপুর গ্রামের সেলিম রেজা ওরফে সেলিম মাস্টারের ছেলে।
শুক্রবার (১১ জুলাই) রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাজবাড়ী সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে গাজীপুরের শফিপুর এলাকা থেকে প্রতারক মোক্তারকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই পাভেল মোল্লা জানান, তথ্যপ্রযুক্তির সহায়তা ও সোর্সের মাধ্যমে মোক্তারের অবস্থান নিশ্চিত করে গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, মোক্তার বিশ্বাস দীর্ঘ ১৫ বছর ধরে আলীপুর ও শহীদ ওহাবপুর ইউনিয়নে ওজোপাডিকোর মিটার রিডারম্যান পরিচয়ে কাজ করতেন। তিনি বিদ্যুৎ বিল তৈরি, গ্রাহকদের কাছ থেকে বিল সংগ্রহ, বিকাশের মাধ্যমে টাকা আদায় ও নতুন সংযোগের নামে অর্থ নিতেন।
২০২৩-২৫ সালের মধ্যে ওই দুই ইউনিয়নের শতাধিক গ্রাহকের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিল নেওয়ার নামে কোটি টাকার বেশি আত্মসাৎ করে মোক্তার গা ঢাকা দেন। পরে বিদ্যুৎ বিভাগ থেকে ভুক্তভোগী গ্রাহকদের কাছে বকেয়া বিল পরিশোধের জন্য নোটিশ পাঠানো হয়।
এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ২ জুলাই সকাল ১১টার দিকে ভুক্তভোগী গ্রাহকরা রাজবাড়ী জেলা প্রশাসক (ডিসি) সুলতানা আক্তারের কাছে লিখিত অভিযোগ করেন। পরে ডিসির হস্তক্ষেপে রাজবাড়ী ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম বাদী হয়ে মোক্তার বিশ্বাসের বিরুদ্ধে রাজবাড়ী থানায় ৪০৬/৪২০ ধারায় মামলা করেন।
এসআরএস