ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

সারাদেশ

বগুড়ায় বাড়ির সামনে পড়েছিল যুবকের রক্তাক্ত লাশ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪২, জুলাই ১৩, ২০২৫
বগুড়ায় বাড়ির সামনে পড়েছিল যুবকের রক্তাক্ত লাশ  সজীব প্রামাণিক

বগুড়ায় সারিয়াকান্দিতে বাড়ির সামনে থেকে সজীব প্রামাণিক (২৫) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
রোববার (১৩ জুলাই) সকালে উপজেলা কুতুবপুর ইউনিয়নের বড়কুতুবপুর তালতলা গ্রামে সজীবের বাড়ির সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।


  
সজীব উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড়কুতুবপুর তালতলা গ্রামের শরিফ প্রামাণিকের ছেলে।  

নিহত সজীবের চাচা আব্দুর রাজ্জাক জানান, সজীবের মা ও ভাই দুজনেই মারা গেছেন। বাবা আনসার ব্যাটালিয়ানে চাকরি করতেন। বাবাও এখন অসুস্থ হয়ে বাড়িতেই থাকেন। এমতাবস্থায় সজীব মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। তার খোঁজ নেওয়ার মতো তেমন কেউ নেই।   

শনিবার (১২ জুলাই) রাত ১০টার দিকে সজীব বাড়ি থেকে বের হয়ে যান। রোববার ভোরে গ্রামবাসী সজীবের বাড়ির সামনের রাস্তায় তার রক্তাক্ত মরদেহ দেখতে পান। ঘটনাটি রহস্যজনক মনে হলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।  

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, নিহতের কপালে জখমের চিহ্ন রয়েছে। সজীব মাদকাসক্ত ছিলেন বলে এলাকাবাসী জানিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইটের ওপর পড়ে গিয়ে আঘাত পেয়ে তিনি মারা যেতে পারেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতালে পাঠানো হয়েছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।