ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

সারাদেশ

মুজিবনগরে পিস্তল-গুলি জব্দ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৮, জুলাই ১৫, ২০২৫
মুজিবনগরে পিস্তল-গুলি জব্দ  অভিযানে জব্দ পিস্তল ও গুলি 

মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় পিস্তল ও গুলি জব্দ করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে এ অভিযান চালায় যৌথবাহিনী।

 

বিকেলে মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে সেনাবাহিনীর নেতৃত্বে শিবপুর গ্রামের জাকের আলীর ছেলে আলমের বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল ও ৩৮ রাউন্ড গুলি জব্দ করে পুলিশ। তবে আলম বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। আলমের নামে অস্ত্র ও বিস্ফোরক মামলা দায়ের করা হবে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।