ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

সারাদেশ

যুবদল নেতা মাহবুব হত্যা : খুলনা ও সাতক্ষীরা থেকে গ্রেপ্তার ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০০, জুলাই ১৭, ২০২৫
যুবদল নেতা মাহবুব হত্যা : খুলনা ও সাতক্ষীরা থেকে গ্রেপ্তার ২

খুলনা: চাঞ্চল্যকর খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান মোল্লা হত্যাকান্ডে জড়িত সন্ধেহে আরও দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মহানগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশার ওবায়দুলের ছেলে মোঃ আসিফ মোল্লা(৩২) এবং দৌলতপুরের কাজী রায়হান(৩০)।

এ নিয়ে মাহবুব হত্যা মামলায় মোট চারজনকে গ্রেপ্তার করা হলো।

তাদের একজনকে দৌলতপুর থানা পুলিশ সাতক্ষীরা জেলার তালা থেকে গ্রেফতার করে। অপরজন খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকা গ্রেপ্তার হন।

গ্রেফতারের পর তাদেরকে পৃথক স্থানে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

আসিফ মোল্লা ও কাজী রায়হান নামের দু’জন কিলিং মিশনের সদস্য কি না সেটি নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কিলিং মিশনের সদস্য না হলেও মাহবুব হত্যার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য তাদের কাছ থেকে পাওয়া যেতে পারে এমনটিও পুলিশের ধারনা।

কাজী রায়হান ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, বৃহস্পতিবার সকালে রায়হানকে তালা উপজেলার মহিলা কলেজের পাশে একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়। আমার তার পরিচয় কিংবা মাহবুব হত্যায় সম্পৃক্ততা সম্পর্কে এখনও নিশ্চিত নই। এজন্য আরও অভিযান ও জিজ্ঞাসাবাদ করা হবে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাইনউদ্দিন জানান, কেএমপির দৌলতপুর থানা থকে পুলিশের একটি টিম এসে এক যুবককে গ্রেপ্তার করে নিয়ে গেছে।

অভিযানে নেতৃত্বদানকারী দৌলতপুর থানার এসআই ওলিয়ার রহমান আমরা, বিশেষ সূত্রে তথ্য পেয়ে আমরা একজনকে গ্রেপ্তার করেছি। তবে তিনি রায়হান কিনা নিশ্চিত নই। এই মুহুর্তে তাকে নিয়ে পাইকগাছায় অভিযানে আছি। যাচাই বাছাই শেষ না হলে নিশ্চিত করে বলা যাচ্ছেনা।

অপরদিকে, এ মামলার অপর সন্দিগ্ধ আসামি আসিফ মোল্লাকে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম আটক করে তাদের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বলে ডিবির সূত্র জানান।

উল্লেখ্য, গত শুক্রবার(১১ জুলাই) দুপুর দেড়টায় নিজ বাড়ির সামনে মোটর সাইকেলে আসা তিন অস্ত্রধারী যুবদল নেতা মাহবুবুর রহমানকে প্রথমে গুলি করে ও পরে দু’পায়ের রগ কেটে হত্যা করে মোটরসাইকেলযোগেই পালিয়ে যায়। পরদিন শনিবার (১২ জুলাই) নিহতের পিতা মোঃ আঃ করিম মোল্লা বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আশেপাশের সিসি ফুটেজ দেখে কিলিং মিশনের তিনজনকে শনাক্ত করলেও তাদের গ্রেফতার করতে পারেনি।

এরআগে সজল শেখ ও আলাউদ্দিন নামের দু’জনকে গ্রেফতার করে দৌলতপুর থানা পুলিশ। তাদের মধ্যে সজল শেখকে দু’দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। তবে তারা দু’জন কিলিং মিশনের সদস্য না হলেও খুনীদের তথ্যদাতা বলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী জানিয়েছেন।

 

এমআরএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।