সিরাজগঞ্জের বেলকুচিতে মুড়ির সঙ্গে কাঁঠাল খাওয়ার পর অসুস্থ হয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকেলে বেলকুচি উপজেলার মামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই গ্রামের তাঁত শ্রমিক নুরুল হকের ছেলে বাকি বিল্লাহ (৬) ও তার ছোট বোন আছিয়া খাতুন (৪)।
স্থানীয় সূত্র জানায়, দুদিন আগে একটি বড় কাঁঠাল নিয়ে আসেন ওই শিশুদের নানা। ওইদিনই কাঁঠালটির কিছু অংশ ভেঙে পরিবারের সবাই মিলে খায়। আর কিছু অংশ মেঝেতে রেখে দেওয়া হয়।
দুদিন পর বুধবার বিকেলে সেই কাঁঠালের সঙ্গে মুড়ি মাখিয়ে খায় সবাই। খাওয়ার পর পরই শিশু বাকি বিল্লাহ ও তার ছোট বোন আছিয়া অসুস্থ হয়ে পড়ে। তাদের উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ওই হাসপাতালের চিকিৎসক ডা. জুলফিকার আলী শিশু দুটির মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানিয়েছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশু দুটির মরদেহ পরিবারের লোকজন দাফন করেছে। এ বিষয়ে পরিবারের লোকজন কোনো অভিযোগ দেয়নি।
আরএ