ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

সারাদেশ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনসহ ২১ দফা দাবি নাগরিক কমিটির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, জুলাই ১৭, ২০২৫
সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনসহ ২১ দফা দাবি নাগরিক কমিটির

সাতক্ষীরা: জলাবদ্ধতা নিরসনসহ জেলার উন্নয়নে ঘোষিত ২১ দফা দাবি বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ চেয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভা ঘরে সংগঠনের এক জরুরী সভায় এই দাবি জানানো হয়।

সভায় নাগরিক নেতৃবৃন্দ নাভারণ-সাতক্ষীরা-মুন্সীগঞ্জ রেললাইন প্রকল্প বাস্তবায়ন, সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু, অর্থনৈতিক জোন স্থাপন, শহরের পূর্ব অংশে বিকল্প বাইপাস সড়ক স্থাপন, অভ্যন্তরীণ সড়কের উন্নয়ন ও প্রশস্থকরণ, সুলতানপুর বড় বাজারের উন্নয়ন, কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তর, জনগুরুত্বপূর্ণ খুলনা-মুন্সিগঞ্জ, যশোর-সাতক্ষীরা সড়ক ছয় লেনে উন্নীতকরণ, ভোমরা স্থলবন্দরের আধুনিকীকরণ, ক্রীড়া কমপ্লেক্স স্থাপন, বেতনা ও মরিচাপ নদীকে দ্রুত প্রবাহমান করা, পোস্ট অফিস মোড়-পুরাতন সাতক্ষীরা সড়কসহ পৌরসভার মধ্যে চলমান বিভিন্ন সড়ক উন্নয়নের কাজ দ্রুত শেষ করা, জলাবদ্ধতায় নিমজ্জিত এলাকা চিহ্নিত করে স্থানীয় প্রশাসন ও নাগরিকদের সাথে নিয়ে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও সাতক্ষীরা জেলার উন্নয়নে মাস্টার প্লান গ্রহণের দাবিসহ ২১ দাবি দ্রুততম সময়ে বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

সভায় সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব আলিনুর খান বাবুলের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল হামিদ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাড. আবুল কালাম আজাদ, সনাক-সাতক্ষীরার সভাপতি হেনরী সরদার, স্বদেশের নির্বাহী পরিচালক মাদব চন্দ্র দত্ত, নিত্যানন্দ সরকার, মো.আবুল হোসেন, শেখ সিদ্দিকুর রহমান, আব্দুস সামাদ, শুধাংশু সরকার, অধ্যাপক ইদ্রিস আলী, অ্যাডভোকেট আবুল কালাম, এসএম হাবিবুল হাসান প্রমুখ।

 

এমআরএম

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।