ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

সারাদেশ

পঞ্চগড় আদালতে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করলেন বিচারপতি হাফিজুল আলম 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩২, জুলাই ২১, ২০২৫
পঞ্চগড় আদালতে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করলেন বিচারপতি হাফিজুল আলম  পঞ্চগড়ে আদালত চত্বরে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন

পঞ্চগড়ে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে আদালত চত্বরে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলম।  

সোমবার (২১ জুলাই) সকাল ১১টার সময় বিচারপ্রার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসহ এই বিশ্রামাগার বা ‘ন্যায়কুঞ্জে’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

প্রায় ৫২ লাখ টাকা ব্যয়ে আদালত চত্বরে এই ন্যায়কুঞ্জ নির্মাণ করেছে গণপূর্ত অধিদপ্তর। এটাই পঞ্চগড় আদালতে বিচারপ্রার্থীদের জন্য প্রথমবারের মতো নির্মিত কোনো বিশ্রামাগার। দৃষ্টিনন্দন এই ভবনে রয়েছে বসার সুব্যবস্থা, মাতৃ কর্নার, সুপরিসর টয়লেট এবং ক্যান্টিন। এতে করে বিচারপ্রার্থীরা অপেক্ষারত অবস্থায় কিছুটা স্বস্তিতে সময় কাটাতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধন অনুষ্ঠানে বিচারপতি কে এম হাফিজুল আলম র্ভাচ্যুয়ালি যুক্ত হয়ে বলেন, এর আগে আদালতে বিচারপ্রার্থীদের খোলা আকাশের নিচে অবস্থান করতে হতো। অসুস্থ মানুষ ও মায়েদের জন্য বিশ্রামের কোনো ব্যবস্থা ছিল না। আমরা বিচারপ্রার্থীদের কথা চিন্তা করেই এই ন্যায়কুঞ্জ নির্মাণের উদ্যোগ নেই। এর মাধ্যমে আদালতে নতুন মাত্রা যোগ হলো। এখানে মানুষজনের বসার ব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা, টয়লেট ও ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে। এছাড়া আদালতে আমরা হেল্পডেস্ক নির্মাণ করেছি।  

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ ইমদাদুল হক, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুদ পারভেজ, পিপি অ্যাডভোকেট আদম সুফি, জিপি এম এ বারী, জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুব উল হোসেনসহ আদালতের বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীরা উপস্থিত ছিলেন। পরে ন্যায়কুঞ্জের সামনে বৃক্ষরোপণ করা হয়।

জানা গেছে, এর পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি কমাতে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে অভিযোগ বাক্স, হেল্প ডেস্ক, দপ্তরগুলোর অবস্থান নির্দেশীকা বোর্ড স্থাপন করা হয়েছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।