সিলেট: সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৩ জুলাই) ভোরে দুই জেলার কয়েকটি সীমান্ত এলাকা থেকে ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির টহল দল এসব মালামাল জব্দ করে।
এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, তাদের ৪৮ ব্যাটালিয়নের অধীনস্থ সিলেট এবং সুনামগঞ্জ সীমান্তের কালাইরাগ, বিছানাকান্দি, সংগ্রাম, উৎমা, সোনারহাট, পাথরকোয়ারি, বাংলাবাজার এবং পান্থুমাই বিওপির টহল টিম অভিযান চালিয়ে দুই কোটি ৪৩ লাখ ৫৩ হাজার ৩২০ টাকার ভারতীয় ওষুধ, ক্রিম, ফেইসওয়াস, চকলেট, সুপারি, গরু, জিরা, বিড়ি, ভিট, রেক্সোনা, বডি স্প্রে, মুভ অয়েন্টমেন্ট, গুড়া দুধ, শ্যাম্পু, অলিভ অয়েল, সাবান, টায়ার এবং বাংলাদেশ হতে পাচারকালে রসুন ও শিং মাছ জব্দ করে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাও জব্দ করে বিজিবি।
সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। আটককৃত মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।
এনইউ/আরআইএস