পটুয়াখালী জেলার বাউফলে বালুভর্তি কার্গোর সঙ্গে ব্রিজে ধাক্কা লেগে শাকিব (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কাচিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামের খানবাড়ি সংলগ্ন খালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিব একটি বালু ভর্তি কার্গো নিয়ে কাচিপাড়া এলাকার একটি বালুর ঘাট থেকে দেওপাশা ঘাটের দিকে যাচ্ছিলেন। পথে খানবাড়ি এলাকার একটি নিচু ব্রিজের নিচ দিয়ে অতিক্রম করার সময় কার্গোর সামনের খোলা অংশে বসা অবস্থায় তিনি ব্রিজের সঙ্গে ধাক্কা খান। সঙ্গে সঙ্গে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যায় এবং মাথার অংশটি খালে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা বগা পুলিশ তদন্ত কেন্দ্র ও কালাইয়া নৌপুলিশ ফাঁড়িতে খবর দিলে বগা তদন্ত কেন্দ্রের এসআই সোহেলের নেতৃত্বে পুলিশের একটি টিম এবং কালাইয়া নৌপুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এএটি