নীলফামারীতে তিস্তা নদীতে হঠাৎ পানি বেড়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে নদীর পানি দ্রুত বাড়ছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমা ছুঁয়েছে। বর্তমানে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফলে নদী তীরবর্তী এলাকার মানুষজন আতঙ্কে রয়েছেন।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টায় তিস্তার পানি সমতল ছিল ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার, যা বিপৎসীমার সমান। মঙ্গলবার রাত ৯টায় তা বেড়ে দাঁড়ায় ৫২ দশমিক ২০ সেন্টিমিটারে। পানি বেড়ে যাওয়ার কারণে ডালিয়া ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।
ডালিয়া পাউবোর পানি পরিমাপক নূরুল ইসলাম জানান, বিকেল ৩টার দিকে তিস্তার পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। সন্ধ্যা ৬টার দিকে তা বিপৎসীমায় পৌঁছায়। তবে এরপর পানি আর বাড়ার সম্ভাবনা নেই।
এদিকে নদী তীরবর্তী নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায় বসবাসরত মানুষের মধ্যে পানি বাড়াকে কেন্দ্র করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সূত্র জানায়, নদীর পাশের নিম্নাঞ্চলের কিছু জায়গায় ইতোমধ্যে পানি ঢুকে পড়েছে।
এসআরএস