গাজীপুর মহানগরের পূবাইল হাড়িবাড়ির টেক এলাকায় একটি ভাড়া বাসা থেকে গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩ আগস্ট) বিকেলে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন সুমন জানান, পূবাইল হাড়িবাড়ির টেক এলাকায় শাহজাহান ভূঁইয়ার বাড়িতে ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন শংকর চন্দ্র বালা। গত বৃহস্পতিবার তিনি কারখানায় যান। এরপর থেকে তিনি কারখানায় কাজে যাননি। রোববার দুপুরে কারখানার কয়েকজন লোক তার খোঁজ নিতে ভাড়া বাসায় যান। সেখানে গিয়ে তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়া-শব্দ না পেয়ে বিষয়টি বাড়ির মালিককে জানান। এ সময় ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে মৃত অবস্থায় তাকে বিছানায় পড়ে থাকতে দেখা যায়।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে তিনি স্টোক করে মারা যেতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরএস/আরবি