বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী দ্বিতীয় বাইপাস এলাকায় বাসচাপায় তিন অটোরিকশার অন্তত সাতজন আহত হয়েছেন।
শনিবার (৯ আগস্ট) দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- শাকিল (২৮), রেশমী (৩২), দোলেনা (৫০), মোকছেদুল (৫০), সালমা (৪৮) এবং অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি।
এছাড়া আহত আরও দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। আহতদের মধ্যে ছয়জনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ঢাকা থেকে বগুড়াগামী এমআর ট্রাভেলসের একটি বাস দুপুর ১টার দিকে বনানী দ্বিতীয় বাইপাস এলাকায় এলে সামনের চাকা পাংচার হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত রিকশাকে চাপা দেয়। এ সময় হাইওয়ে পুলিশের তাড়া খেয়ে পালানোর চেষ্টা করা আরেকটি অটোরিকশা ও বাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজ চালিয়ে আহতদের বগুরার শজিমেক হাসপাতালে পাঠান।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বাসের চাকা পাংচার হয়ে দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের মধ্যে ছয়জন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন।
এসআরএস