ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

সারাদেশ

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৫, আগস্ট ১২, ২০২৫
লক্ষ্মীপুরে যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে গ্রেপ্তার হওয়া যুবদল নেতা একেএম ফরিদ উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।  

সোমবার (১১ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকায় ফরিদকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন বলেন, ফরিদ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

গত ১০ আগস্ট রাত ১টার দিকে জেলা সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালের হাট এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুকসহ সাবেক যুবদল নেতা একেএম ফরিদ উদ্দিনকে আটক করে সেনাবাহিনী। তার বিরুদ্ধে হত্যাসহ ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।